Header Ads

এবার ফুটবলারের বায়োপিকে অজয়।

নজরবন্দি ব্যুরোঃ আরও একটা বায়োপিক আসছে বলিউডে। ভারতীয় ফুটবল খেলোয়াড় তথা জাতীয় দলের কোচ সইদ আব্দুল রহিমের বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। নাম ভূমিকায় থাকছেন অজয় দেবগণ।

জি স্টুডিওর সঙ্গে ছবির প্রযোজনায় থাকছেন বনি কাপুর, আকাশ চাওলা, জয় সেনগুপ্ত। ছবির পরিচালক অমিত শর্মা। ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত সইদ দলের কোচ ছিলেন। তাঁর আমলে অলিম্পিকে ফুটবল টুর্নামেন্টে ভারত প্রথম দল হিসাবে পৌঁছেছিল সেমিফাইনালে। আব্দুল রহিমের কোচ থাকাকালীন ভারতীয় দলে সমাহার হয় একাধিক তারকা খেলোয়াড়ের।

পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী , অরুণ ঘোষের মতো তারকারা সেই সময়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন।এখন দেখার এই ছবি দর্শকদের মনে কতটা জায়গা করে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.