Header Ads

১০০-র পর ২০০ মিটার দৌড়েও দেশকে রুপো এনে দিলেন দ্যুতি চাঁদ।


নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে  ২০০ মিটার দৌড়ে দেশকে রুপো এনে দিলেন দ্যুতি চাঁদ এদিন দ্যুতি সময় নিয়েছেন ২৩.২০ সেকেন্ড এই রেসে সোনা জিতেছেন বাহরিনের এডিডিয়ং ওডিয়ং সেমিফাইনালে দ্যুতির সময় লেগেছিল ২৩ সেকেন্ড 
এদিনের জয়ের ফলে ভারতের সবমিলিয়ে এশিয়াডে পদকের সংখ্যা দাঁড়াল ৫২টি ৯টি সোনা ২০টি রুপো ২৩টি ব্রোঞ্জ পদক জয়ী দেশের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে চিন ২১৪টি পদক জিতেছে চিনারা 


Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.