Header Ads

সুস্থ আছেন কাদের খান, সাড়া মিলছে চিকিৎসায়।

নজরবন্দি ব্যুরোঃ নিউমোনিয়ায় ভুগছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা কাদের খান। অসুস্থ অবস্থায় কানাডার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এরই মধ্যে এক গুজব রটে যায় যে মৃত্যু হয়েছে কাদের খানের৷ সেই গুজব ওড়ালেন খোদ তাঁর ছেলে সরফরাজ খান।

সরফরাজ জানান, তাঁর বাবা সুস্থ আছেন এখন৷ ভর্তি রয়েছেন কানাডার হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এখন চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত শুক্রবার প্রবীন অভিনেতার সুস্থতা কামনা করে টুইট করেছেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, বিভ্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু সংক্রান্ত যে খবর নজরবন্দি পরিবেশন করেছে তার জন্য দুঃখিত। কাদের খানের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে টিম নজরবন্দি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.