Header Ads

পদ থেকে সরিয়ে দেওয়া পর বিস্ফোরক প্রক্তন সিবিআই প্রধান অলোক ভার্মা ।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হয় সিবিআই প্রধান অলোক ভার্মাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে শীর্ষ আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা আগে পদ ফিরে পাওয়ার পরও শেষপর্যন্ত তা খোয়াতে হয় অলোক ভার্মাকে। এর পর সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে অলোক ভার্মা বলেন, “সিবিআইয়ের মতো সংস্থা যে কিনা দেশের বড়বড় দুর্নীতির তদন্ত করে থাকে তার স্বাধীনতা থাকা উচিত।

 আমি সেটাই বজায় রাখতে চেয়েছিলাম”। তিনি আরও বলেন “বাইরের কোনও চাপ ছাড়াই সিবিআইয়ের চলা উচিত। এই প্রতিষ্ঠানকে ক্রমাগত ধ্বংস করার চেষ্টা হচ্ছিল। আমি তা বাঁচানোর চেষ্টা করেছিলাম। যে কোনও মূল্যে সিবিআইয়ের স্বাধীনতা বজায় রাখা উচিত। যে লোকটা আমার বিরোধিতা করে এসেছেন, একমাত্র তার অভিযোগের ভিত্তিতেই আমাকে সরানো হয়েছে”।
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.