Header Ads

সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় অঙ্কে এবার দু'রকমের প্রশ্ন!

নজরবন্দি ব্যুরো: দশম শ্রেণির অঙ্কের মতন গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সিবিএসই। আগামী ২০২০ সালে সিবিএসই-র যে শিক্ষাবর্ষ শেষ হচ্ছে সেই শিক্ষাবর্ষের বোর্ডের পরীক্ষায় অঙ্কের ২ ধরণের প্রশ্ন থাকবে।
মেধাবী ও তুলনামূলক-ভাবে কম মেধাবী এই দুই রকমের পড়ুয়াদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা।
 প্রথম বিভাগের অঙ্কের প্রশ্নকে বলা হচ্ছে ম্যাথমেটিক্স-স্ট্যান্ডার্ড ফর একজিস্টিং লেভেল অব এক্সজামিনেশন এবং ম্যাথমেটিক্স-বেসিক ফর দ্যা ইজিয়ার লেভেল অব এক্সজামিনেশন। যে সব ছাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অঙ্ক রাখতে চান তারা পরীক্ষা দেবেন ম্যাথমেটিক্স-স্ট্যান্ডার্ড-এ।
অপরদিকে,অপেক্ষাকৃত দুর্বল পড়ুয়ারা য়ারা দ্বাদশ শ্রেণির পর আর অঙ্ক নামক এই বিষয়টি রাখতে চাননা তারা বেছে নিতে পারবেন ম্যাথমেটিক্স বেসিক বিভাগের প্রশ্ন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যাপারে দশম শ্রেণির সিলেবাস একই থাকছে। প্রশ্নপত্র শুধু হবে আলাদা ধরণের।

No comments

Theme images by sndr. Powered by Blogger.