Header Ads

মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করলেন অভিনেত্রী শ্রাবন্তী।

নজরবন্দি ব্যুরোঃ শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন গত বছর ১০ জুলাই। শ্রাবন্তীর বিয়েতে হাজির ছিলেন টালিগঞ্জের অনেক তারকাই।
আর বিয়ের তিনমাসও কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।তবে ঠিক কী কারণে তাঁদের বিয়েটা টিকলো না সেবিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণভিরাজ কেউই মুখ খোলেননি।

 অবশেষে আজ মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করেছে শ্রাবন্তী। এদিন শ্রাবন্তীর সঙ্গে আলিপুর জাজেস কোর্টে হাজির ছিলেন তাঁর বাবা-মা। প্রসঙ্গত এটা শ্রবন্তীর দ্বিতীয় বিয়ে। এর আগে পরিচালক রাজীব কে বিয়ে করেছিলেন তিনি তাঁদের একটি সন্তানও আছে।
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.