নজির গড়লেন টিম "উরি"।
নজরবন্দি ব্যুরোঃ বলিউড বক্স অফিসে নজির গড়ে চলেছেন 'উরি' ছবির নির্মাতারা। ছবি মুক্তির পর থেকেই ব্যবসায়িক সাফল্যে ক্রমেই এগিয়ে চলেছে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর নির্মিত এই ছবি।
এবার ভারতীয় সেনা জওয়ানদের শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য নজির গড়লেন টিম উরি। তাঁরা সেনা দিবস উপলক্ষ্যে 'উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির নির্মাতারা ভারতীয় সেনাকে এক অনন্য সম্মানে সম্মানিত করেন।
ছবির আয় থেকে ১ কোটি টাকা শহিদ সেনা জওয়ানদের স্ত্রীদের উন্নয়নের স্বার্থে অনুদান হিসাবে দেওয়া হয়। উল্লেখ্য, এ পর্যন্ত ৪৬.৩৪ কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছে ভিকি কৌশল অভিনীত ' উরি'।
এবার ভারতীয় সেনা জওয়ানদের শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য নজির গড়লেন টিম উরি। তাঁরা সেনা দিবস উপলক্ষ্যে 'উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির নির্মাতারা ভারতীয় সেনাকে এক অনন্য সম্মানে সম্মানিত করেন।
ছবির আয় থেকে ১ কোটি টাকা শহিদ সেনা জওয়ানদের স্ত্রীদের উন্নয়নের স্বার্থে অনুদান হিসাবে দেওয়া হয়। উল্লেখ্য, এ পর্যন্ত ৪৬.৩৪ কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছে ভিকি কৌশল অভিনীত ' উরি'।
No comments