১২ পাতার গোপন চিঠিতে ফাঁসতে চলেছেন তৃণমূলের কোন রাঘববোয়ালরা? আবার গুগলি কুনালের!
নজরবন্দি ব্যুরোঃ গতকাল শিলং এ রাজীব কুমার ও কুনাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। সেখানেই সিবিআই এর হাতে কুনাল ঘোষ ফের তুলে দিলেন ব্রহ্মাস্ত্র। ১২ পাতার গোপন চিঠি সিবিআই এর হাতে তুলে দিলেন কুনাল।
সূত্রের খবর, ১২ পাতার ওই চিঠিটি সুদীপ্ত সেনের লেখা। সারদায় কোন কোন নেতা কিসের জন্য কত টাকা নিয়েছেন তার উল্লেখ আছে ওই চিঠিতে৷ এই চিঠিটি তদন্তে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনই সমস্যায় ফেললো বেশ কিছু তৃণমূল নেতাকে। কাদের নাম রয়েছে ওই চিঠিতে? নতুন করে ঝুলি থেকে আবার কোন বেড়াল বের হতে চলেছে? চিন্তায় শাসক শিবির।
সারদা কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষ। গতকাল সিবিআই তাকে শিলং এ জেরার জন্য ডেকে পাঠায়। যাওয়ার আগেই কুনাল ঘোষ বলেন, সিবিআই কে তদন্তে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতিতেই জামিন পান তিনি৷ আর তাই তদন্তে সমস্ত ভাবে সাহায্য করবেন তিনি। এরপরেই সিবিআই এর হাতে তুলে দেন ১২ পাতার ওই গোপন চিঠি।
সূত্রের খবর, ১২ পাতার ওই চিঠিটি সুদীপ্ত সেনের লেখা। সারদায় কোন কোন নেতা কিসের জন্য কত টাকা নিয়েছেন তার উল্লেখ আছে ওই চিঠিতে৷ এই চিঠিটি তদন্তে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনই সমস্যায় ফেললো বেশ কিছু তৃণমূল নেতাকে। কাদের নাম রয়েছে ওই চিঠিতে? নতুন করে ঝুলি থেকে আবার কোন বেড়াল বের হতে চলেছে? চিন্তায় শাসক শিবির।
Good news
ReplyDelete