Header Ads

Header ADS

এবার অভিনেতা হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন র‍্যাপ গায়ক বাদশা।

নজরবন্দি ব্যুরোঃ এতদিন র‍্যাপ গান গেয়ে দর্শকদের মন জয় করে এসেছেন বাদশা। এবার তিনি নাকি অভিনেতা হিসেবে ডেবিউ করতে চলেছেন বলিউডে । ডেবিউটেন্ট পরিচালক শিল্পী দাশগুপ্তের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।জানুয়ারি মাস থেকেই পঞ্জাবে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবি সম্পর্কে বাদশা বলেন, "ছবিতে আমার চরিত্র অনেকটা বাস্তবের আমির মতোই।

অনেকটা সময় নেওয়ার পরেই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। ছবিটি বেশ আলাদা ও ইউনিক।" ছবির নাম এখনও ঠিক হয়নি।বাদশার বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খরবন্দা ও নাদিরা বব্বরকে।
Loading...

No comments

Powered by Blogger.