খুন হতে পারেন কুনাল ঘোষ। আদালতে বিশেষ নিরাপত্তার আর্জি জানালেন এবার।
নজরবন্দি ব্যুরোঃ প্রাণহানির আশঙ্কা করছেন। জীবন সংশয়। গুলি করে খুন করা হতে পারে তাকে, এমন অভিযোগ তুলে নিজের নিরাপত্তা বাড়ানোর দাবি জানালেন সারদা আর্থিক তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত কুনাল ঘোষ। বারাসাতে বিশেষ আদালতে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি।
সারদা কান্ডের তদন্তে শিলং এ অফিসে রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে কুনাল ঘোষকে জেরা করে সিবিআই। তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি৷ আর তাই সিবিআই এর প্রশ্নের উত্তরে উঠে এসেছে রাজ্যের বেশ কিছু প্রভাবশালীর নাম। তদন্তের গোপনীয়তার স্বার্থে সেই প্রশ্নোত্তর সংক্রান্ত তথ্য তিনি বাইরে না জানালেও তা লিক হয়েছে বাইরে। এক্ষেত্রে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে।
No comments