মুক্তির দাবিতে অনশন শুরু করলেন রাজীব হত্যাকাণ্ডে দোষী নলিনী শ্রীহরণ।
নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে ভেলোর জেলে নিজের এবং সাত দোষীর মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে দোষী নলিনী শ্রীহরণ। তিনি দাবি করেছেন রাজীব হত্যায় তাঁর কোন দশ নেই। এই একই দাবিতে গত আটদিন ধরে একই জেলে অনশন করছেন রাজীব গান্ধী হত্যাকাণ্ডে অন্যতম দোষী মুরুগানও।
২৮ বছর সাজা কাটার পরেও তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না কেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন নলিনী। নিজেদের নির্দোষ প্রমাণে লাই ডিটেক্টর টেস্ট দিতেও সকলে প্রস্তুত বলে জানিয়েছেন। নলিনীর দাবি যাঁদের এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে সকলেই পরিস্থিতির স্বীকার।
No comments