Header Ads

পুলওয়ামায় সেনা মরছে, প্রধানমন্ত্রী ব্যস্ত শুটিংয়ে!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাতে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের ওপর যখন জঙ্গি হামলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন করবেট জাতীয় অভয়ারণ্যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য শুটিংয়ে ব্যস্ত। দেশের নিরাপত্তা বাহিনীর আক্রান্ত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল কি ওই শুটিং? প্রশ্ন তুলছেন প্রধান বিরোধী দল কংগ্রেস।
এই হামলা হয় দুপুর ৩টে ১০ মিনিটে।
নিশ্চিতভাবেই খবর পেয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু শুটিং থামেনি। ওই শুটিং চলেছিল সন্ধে ৬টা ৪০ পর্যন্ত। তার মধ্যে শুটিং বিরতি হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্রাম নিয়েছেন, চা-শিঙাড়া খেয়েছেন। অবশেষে শুটিং মিটলে সময় পেয়েছেন পুলওয়ামার নিহত জওয়ানদের প্রতি সমবেদনা জানানোর। যদিও ঘটনার ৭ দিন পর শুটিংয়ের খবর নিয়ে হইচই শুরু হওয়ার পর এখন নাকি প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, পুলওয়ামা হামলার ২৫ মিনিট পর তিনি খবর পেয়েছেন। কেন এই ২৫ মিনিট দেরি হল, তার কৈফিয়ত চেয়েছেন নিজের দফতরে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.