Header Ads

আবার এক সাথে বনশালি-সলমন?

নজরবন্দি ব্যুরো: প্রায় দু দশক পর আবার এক সঙ্গে কাজ করতে চলেছেন সঞ্জয় লীলা ভনসালি ও সলমন খান। সলমনের রোমান্টিক ইমেজ আবার কি ফিরতে চলেছে বনশালির হাত ধরে?সূত্রের খবর অ্যাকশন হিরোর ইমেজ থেকে ভাইজানকে বের করে রোম্যান্টিক চরিত্রে তাঁকে দর্শকদের সামনে উপস্থিত করতে চাইছেন সঞ্জয়। বেশ কিছুদিন ধরেই একসঙ্গে কাজ করার ভাবনা চিন্তা করছিলেন তাঁরা।

 অবশেষে সফল হয় প্রচেষ্টা। সলমন খান ও সঞ্জয় লীলা বনশালির ফিল্মস এর মিলিত প্রযোজনায় আসতে চলেছে এই প্রেমের কাহিনি। ইতিমধ্যেই চিত্রনাট্য নিয়ে শুরু হয়ে গিয়েছে তোড়জোর। এমনকি ২০১৯ সালের দ্বিতীয় ভাগেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা চলছে। সেপ্টেম্বরে ‘দাবাং ৩’-এর শ্যুটিং শেষ হলেই এই ছবির কাজে হাত দেবেন তিনি। প্রধান নারী চরিত্রে কাকে দেখা যাবে তা অবশ্য এখনও স্থির হয়নি। তবে শোনা যাচ্ছে ২০২০ সালেই মুক্তি পেতে পারে এই ছবি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.