একসময় বাজপেয়ীও ভেবেছিলেন তিনি অপরাজেয়, সেবারে জিতেছিলাম আমরা: সনিয়া গান্ধী
নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জিতে ফিরছেন বলে সব সভায় ঘোষণা করে দিচ্ছেন, তখন ভোটারদের ২০০৪ সালের কথা মনে করিয়ে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী।
তিনি আর একবার মনে করিয়ে দিলেন অটলবিহারী বাজপেয়ীর সেবারের হারের কথা। রায়বরেলিতে মনোনয়ন পত্র জমা দিয়ে সংবাদমাধ্যমকে সনিয়া বললেন, '২০০৪ সাল মনে আছে তো? সে বারও বাজপেয়ী দাবি করেছিলেন, তিনি অপরাজেয়।
কিন্তু জিতে সরকার গড়েছিলাম আমরাই।'
তিনি বলেন, '২০০৪ সাল ভুলবেন না। বাজপেয়ীজি সে বারও অপরাজেয় বলেছিলেন। কিন্তু আমরা জিতেছিলাম।' এই নিয়ে চতুর্থ বার লোকসভা ভোটে লড়ছেন সনিয়া। রায়বরেলি থেকে লড়ছেন কংগ্রেসের প্রাক্তন এই সভানেত্রী।
তিনি আর একবার মনে করিয়ে দিলেন অটলবিহারী বাজপেয়ীর সেবারের হারের কথা। রায়বরেলিতে মনোনয়ন পত্র জমা দিয়ে সংবাদমাধ্যমকে সনিয়া বললেন, '২০০৪ সাল মনে আছে তো? সে বারও বাজপেয়ী দাবি করেছিলেন, তিনি অপরাজেয়।
তিনি বলেন, '২০০৪ সাল ভুলবেন না। বাজপেয়ীজি সে বারও অপরাজেয় বলেছিলেন। কিন্তু আমরা জিতেছিলাম।' এই নিয়ে চতুর্থ বার লোকসভা ভোটে লড়ছেন সনিয়া। রায়বরেলি থেকে লড়ছেন কংগ্রেসের প্রাক্তন এই সভানেত্রী।
Loading...
ঐ রকম ভেবে থাকলে ভূল করছেন, ম্যাাদাম! জনগণ কি দেখে আপনাদের ভোট দেবে বলুন তো! দেশের বিরুদ্ধে গিয়ে পাক-প্রীতিতে আহ্লাদিত থাকার কারনে? নৈব নৈব চ।।
ReplyDelete