Header Ads

অনুব্রতর সঙ্গে মাছ-ভাত খেয়ে জল্পনা উস্কে দিলেন অনুপম হাজরা!

নজরবন্দি ব্যুরো: তৃণমূলে ফিরতে চলেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বোলপুরের বিদায়ী সাংসদ তথা যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা? গুঞ্জন রাজনৈতিক মহলে। যদিও এখন এই রকম খবর নেই।
কিন্তু এ দিন অনুব্রত মণ্ডলের বাড়িতে যে ভাবে জমিয়ে মাছ-ভাত খেলেন এবং তার পর অনুব্রত যে কথা বললেন, যা থেকে এই জল্পনা বাড়ার কথা।
সোমবার ছিল বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট-গ্রহণ। এ দিন সেখানেই ভোট দিতে গিয়েছিলেন অনুপম। এ দিন দুপুরে তাঁর ‘কেষ্ট কাকা’ অনুব্রতর বাড়িতে সটান চলে আসেন অনুপম। এর পরে অনুব্রত-বাবুকে প্রণাম করে ভরপেট মাছ ভাত খান তিনি।
অনুব্রতর বাড়িতে এলেও অনুপমের পরনে বিজেপির উত্তরীয়টি ছিল। কিন্তু তাতেও ‘কাকা-ভাইপোর’ মিলন উৎসবে কোনও সমস্যা হয়নি। খাওয়াদাওয়ার পর একটি ইঙ্গিত-পূর্ণ মন্তব্য করে অনুব্রত বলেন, “ও বোকামি করেছে। ওকেই আমি প্রার্থী করতাম। আবার ওকে দলে ফিরিয়ে নেব।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.