Header Ads

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন সেনা জওয়ান!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের মাঝেই হতে পারে নাশকতা। ভারতে ঘাঁটি গেড়েছে ১৯ সন্ত্রাসবাদী। শীঘ্রই আট রাজ্যে চালানো হবে নাশকতা। কর্ণাটকের ডিজি-র কাছে আসে এমনই তথ্য।
পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে পুরো খবরটিই ভুয়ো। ভুল খবর দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার দায়ে গ্রেফতার প্রাক্তন সেনা জওয়ান।

লোকসভা ভোটের চুড়ান্ত উত্তেজনার মাঝে নাশকতার খবরে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত নামতেই বেরিয়ে আসে ভুয়ো খবরের সত্যতা। পুলিশকে ফোন করে সন্ত্রাসবাদীদের সম্পর্কে ভুয়ো খবর দেন ৬৫ বছরের সুন্দর মূর্তি নামের এক ব্যক্তি, পেশায় তিনি প্রাক্তন সেনা জওয়ান। .
খবরটি সত্যি নয় তা বুঝতে পারার পর সুন্দর মূর্তি নামের ওই ব্যক্তিকে বেঙ্গালুরুর অবলাহল্লী থেকে গ্রেফতার করে। এর আগেও বহুবার নাকি এরকম ভুয়ো খবর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.