Header Ads

দক্ষিণী ছবিতে এবার শাহরুখ!

নজরবন্দি ব্যুরো: অনেক বছর পর দক্ষিণী ছবিতে ডেবিউ করতে চলেছেন শাহরুখ। দক্ষিণী তারকা জোসেফ বিজয়ের 'থালাপথি ৬৩' ছবিতে দেখা যাবে শাহরুখকে। তবে নায়কের ভূমিকাতে নয়। 'থালাপথি ৬৩'-তে শাহরুখকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। ওই ছবিতে জোসেফ বিজয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে তাঁকে।
ছবির নির্মাতারা চাইছিলেন ছবিতে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় কোনও বলিউড অভিনেতা অভিনয় করুন।
সেই মতোই শাহরুখকে এই খলনায়কের দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বলিউড বাদশা তাঁর দক্ষিণী ডেবিউ ছবিতে দেখা যাবে তাঁকে। চেন্নাই ও মুম্বই দুই জায়গাতেই ছবির শ্যুটিং চলবে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.