Header Ads

আজ বিজেপিতে যোগ দিচ্ছেন সানি দেওল!

নজরবন্দি ব্যুরো: জল্পনা ছিলই। এবার সেটা সত্যি হতে চলেছে। মঙ্গলবারই বিজেপিতে যোগ দিচ্ছেন সানি দেওল। এদিনই তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বলে খবর। এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে।
সম্ভবত গুরুদাসপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। শনিবারই তাঁর সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

পুনেতে অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি দেওল। সেই সাক্ষাতের একটি ছবিও ভাইরাল হয়ে যায়।
সানির পরনে হলুদ শার্ট ও প্যান্ট আর গাঢ় রঙের পাঞ্জাবী ও সাদা পায়জামা পরে সোফায় বসে অমিত শাহ। অভিনেতার বিজেপিতে যোগদান নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয় সেদিন। ওই দিন তাঁকে পঞ্জাবের কোনও এক কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বক্তব্যের সমর্থনে দুই তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.