Header Ads

বড় ধাক্কা তৃণমূলে! বিজেপিতে যোগ কাউন্সিলর সহ ২০০০ জন

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর অশোক বর্ধন। গঙ্গারামপুরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।
মুকুল রায়ের উপস্থিতিতে কাউন্সিলর ছাড়াও প্রায় ২০০০জন বিজেপিতে যোগ দেন।
একসময়ে সিপিআই(এম)-এর শক্ত ঘাঁটি গঙ্গারামপুরে এখন তৃণমূলে রমরমা। পুরসভার সব ওয়ার্ড তৃণমূলের দখলে রয়েছে।
সেখান থেকে একজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান যে তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে মনে করছে অনেকেই।  দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল গঙ্গারামপুরের বড়মাপের নেতা বিজেপিতে যোগ দিতে পারেন।
শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে মোদীর সভা ছিল। সেই সভা হয়ে যাওয়ার পর অশোক বর্ধন ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরা বিজেপিতে যোগ দেন।
অশোক বর্ধনের দলবদল প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...

No comments

Powered by Blogger.