Header Ads

"তৃণমূলের গুণ্ডারাই সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে।" অমিত শাহ।

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাতে বিদ্যাসাগর কলেজে ঘটে যাওয়া নাক্কার জনক ঘটনার পর আজ বিজেপি সভাপতি অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার পেছনে তৃণমূলের হাত আছে বলে দাবী করলেন। তিনি বিদ্যাসাগর কলেজের সামনে ঘটনার কয়েকটা ছবি দেখান এবং বলেন ''ঘটনার সময় কলেজের গেট বন্ধ ছিল। আপনারা ছবিতে দেখতেও পাচ্ছেন গেট বন্ধ ও অক্ষত ছিল। বিজেপির কর্মী সমর্থকরা বাইরে ছিলেন। আমরা সবাই বাইরে ছিলাম।
মাঝে পুলিস ছিল। তাহলে কলেজের ভিতরে কারা মূর্তি ভাঙল?'' তিনি অভিযোগ করেন, ''তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের গুণ্ডারাই সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে। ছ'দফার নির্বাচনে ওরা নিজেদের হার বুঝে গিয়েছে। ভোটব্যাঙ্কের জন্যই এসব করছে তৃণমূল।''তিনি আরও বলেন তিনি প্রশ্ন তোলেন, ''আমরা তো বাইরে ছিলাম।
 কলেজের চাবি কাদের কাছে থাকে? তাহলেই প্রমাণিত হয়ে যাচ্ছে তৃণমূলই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।'' ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান তিনি। এদিন অমিত শাহ আবারও বলেন, ''আমার বিরুদ্ধে এফআইআর করুন দিদি। আমি ভয় পাই না। এফআইআর-এ বিজেপিকে রোখা যাবে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.