Header Ads

শেষ হল গরমের ছুটি, ১০ জুন খুলছে রাজ্যের সব স্কুল! জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: চাপের মুখে পিছু হটল রাজ্য শিক্ষা দফতর। গরমের ছুটি কমাতে বাধ্য হল সরকার। আগামী ১০ জুন সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল খুলছে। আজ বৃহস্পতিবার এমন খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দু-মাস ছুটির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে অসন্তোষ তৈরি হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তে খুশি অভিভাবক থেকে স্কুলের শিক্ষকদের একটা বড় অংশ।
উল্লেখ্য, তীব্র গরমের দাপট, নির্বাচন ও ফণি সহ একাধিক কারণে ৩ মে থেকে দীর্ঘ দু-মাস গরমের ছুটি ঘোষণা করেছিলেন রাজ্য সরকার।
টানা ২ মাস এভাবে ছুটি ঘোষণা করায় ক্ষোভ তৈরি হয় গোটা রাজ্য জুড়ে। শুধু তাই নয়, এই বিজ্ঞপ্তি নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয় শিক্ষকদের মধ্যে।  ছুটি শুধু পড়ুয়াদের নাকি শিক্ষক-শিক্ষিকারও এই সুবিধা পাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু এরপর বলা হয় পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাও এই সুবিধা পাবেন। এরপরই এদিন ১০ জুন স্কুল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হল।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.