Header Ads

বিগ বসের ১.২ কোটি টাকার অফার ফেরালেন জাইরা।

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহ আগেই বলিউড কে বিদায় জানিয়েছেন দঙ্গল খ্যাত কাশ্মীরী কন্যা জায়রা ওয়াসিম। এর পরে অনেকে যেমন বাহ্ববা দিয়েছেন তেমন আবার অনেকের অপমানও সহ্য করতে হয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু তারপর রিয়্যালিটি শো বিগ বসের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এবং হাওয়ার বেগে খবর ছড়িয়ে পরে বিগ বসে আসছেন জাইরা। বলিউড নিয়ে যে মেয়ে বীতশ্রদ্ধ সে যে বিগ বসের মতো বিতর্কিত রিয়েলিটি শো-য়ে অংশ নেবে না এটাই তো স্বাভাবিক।
 কিন্তু তা হল না সুত্রের খবর এই শো-য়ে অংশ নেবার জন্য জাইরাকে নাকি ১.২ কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু জাইরা সবিনয়ে সেই প্রস্তাব নাকচ করে দেন। এক সপ্তাহ আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন জাইরা। তারপর তিনি বিগ বস ১৩-য় অংশ নিলে স্বাভাবিক ভাবেই টিআরপি বাড়ত শো-য়ের। সেই চিন্তা থেকেই সম্ভবত বিগ বস টিম তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু জাইরা না বলো জল ঢেলে দিলেন সেই সম্ভাবনায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.