এবার ওয়েব সিরিজে শ্রীদেবী কন্যা জাহ্নবী।
নজরবন্দি ব্যুরোঃ বড় পর্দার পর এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। ধড়ক-এর পর আর কোনও ছবিতে এখনও দেখা যায়নি জাহ্নবীকে। তবে তাঁর বেশ কই একটা ছবি মুক্তির অপেক্ষায়। আর এরই মাঝে ওয়েব সিরিজের জন্য কাজ করছেন তিনি। ‘ঘোস্ট স্টোরিস’ নামে একটি ওয়েব সিরিজ বানাতে চলেছেন জোয়া আখতার।
সেখানেই একটি গল্পে দেখা যাবে তাঁকে। জোয়ার যে গল্পে শ্রীদেবী কন্যা কাজ করবেন তাঁর চিত্রনাট্যের কাজ শেষ করে ফেলেছেন পরিচালক। ১০ দিনের শুটিং শিডিউল। ‘ঘোস্ট স্টোরিস’-এর শুটিং শুরু হবে খুব শিগগিরিই।
Loading...
No comments