Header Ads

চা দোকান থেকে ২৮ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার!

হরিপদ পাল, কামাখ্যাগুড়ি: চা দোকান থেকে এক এক করে ২৮ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হলো। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পূর্ব চেপানীর খাপসাডাঙ্গা বাজারে। খাপসাডাঙ্গা বাজারের রুহিদাস দেবনাথের চাদোকান ঘর থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
রুহিদাস দেবনাথের চায়ের দোকানের মাটির মেঝের গর্তের মধ্যে সাপের বাচ্চা গুলো ছিলো। এদিন সকালে দোকানের ক্যাশ বাক্সের পাশে একটি বাচ্চা সাপকে দেখেন রুহিদাস বাবু। আরেকটি সাপ গর্তে মুখ বার করে ছিল। স্থানীয় বাসিন্দা অমিত দেবনাথ ও গনেশ দেব জানালেন স্থানীয় বাসিন্দারা কোদাল দিয়ে গর্ত খুড়ে সাপের বাচ্চাগুলোকে বের করেছে। সাপের বাচ্চাগুলো ২০ - ২৫ সেমি লম্বা। একসঙ্গে অনেকগুলি সাপের বাচ্চা দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা। কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বিট অফিসার নুর ইসলাম জানান মোট ২৮ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এই সাপের বাচ্চা গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ( পূর্ব বিভাগ) নারারথলি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।"
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.