জম্মু থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা । ক্রমশ স্বাভাবিক হচ্ছে উপত্যকা।
নজরবন্দি ব্যুরোঃ ৩৭০ ধারা বাতিলের কয়েকদিন আগে থেকেই জম্মু-কাশ্মীরকে মুরে ফেলা হয়েছিলো নিরাপত্তার চাদরে। অমরনাথ যাত্রা বন্ধ করা, সছুল,কলেজ বন্ধকরা থেকে ইনটারনেট পরিষেবা সব কিছু বন্ধ ছিল। সমগ্র উপত্যকা জুড়ে ছিল১৪৪ ধারা কার্ফু। সবার মনে প্রশ্ন ছিল কবে সাভাবিক হবে পরিস্থিতি?
গত কাল প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশে ভাষণ দেবার সময় ইংগিত দিয়েছিলেন খুব তাড়াতাড়িই স্বাভাবিক ছন্দে ফিরবে কাশ্মীর। এবার সেই ইঙ্গিত কে সত্যি করে জম্মু থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা । কার্ফু প্রত্যাহারের নির্দেশ প্রশাসনের । জম্মুতে নিষেধাজ্ঞা শিথিলের পর আইন-শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সঙ্গে কোনও কাশ্মীরিকে যেন হেনস্থা না করা হয় তা নজরে রাখার দায়িত্ব নিরাপত্তারক্ষীদের ।
Loading...
No comments