Header Ads

৪ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানতে চলেছেন অভিনেত্রী অনন্যা।

নজরবন্দি ব্যুরোঃ আজ থেক ৪ বছর আগে জাতীও পুরস্কার বিজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন রাজ বন্দোপাধ্যায়। আর আজ তার ইতি টানলেন রাজ। নিজের সম্পর্ক ভাঙার কথা তিনি জানিয়েছে তার ফেসবুক পেজে। তিনি তার ফেসবুক পেজে লেখেন ‘মধুরেন সমাপয়েত্ । এই সম্পর্কের শেষটা মোটেই ক্ষোভ বা রাগে নয় ।
 এমনকী, তিক্তও নয় । এই সম্পর্ক সারা জীবন মনে থাকার মতো এক সম্পর্ক। আমি আর স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সম্পর্কে ইতি পড়ছে’। তবে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনওরকম মন্তব্য করেননি অভিনেত্রী অনন্যা ।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.