শুধু জম্মু-কাশ্মীর নয় ৩৭০ এর সুবিধা পায় দেশের অনেক রাজ্য। জানেন কোন সেই রাজ্য?
নজরবন্দি ব্যুরোঃ গতকাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সংবিধানের ৩৭০ ধার তুলে নিয়েছে কেন্দ্রীও সরকার। জারফলে জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বেশ কিছু সুযোগ সুবিধা যা তারা এই ধারার বলে পেয়ে আসছিলেন তা আর পাবেন না। কিন্তু শুধু জম্মু-কাশ্মীর নয় আমাদের দেশের বেশ কিছু রাজ্যেও সংবিধানের বিভিন্ন ধারায় বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই ঘটনার পর এখন সেই সব রাজ্য গুলির মানুষ আতঙ্কে রয়েছেন যে এবার কি তাঁদের সেই সকল সুবিধা গুলি কেড়ে নেওয়া হবে?
আমাদের দেশের মোট ১০ টি রাজ্য আছে যারা এই রকম অনেক সুবিধা পেয়ে থাকে সেই রাজ্য গুলি হল মহারাষ্ট্র, গুজরাট,, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর,অন্ধ্রপ্রদেশ, ও আসাম। সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ৩৭১ নম্বর অনুচ্ছেদে এই রাজ্য গুলি বিভিন্ন সুবিধা পাই। কেও জমির ওপরে বা খনিজ সম্পদের উপর আবার কেও চাকরির ক্ষেত্রে সুবিধা আবার কোন কোন রাজ্যের ভুমিপুত্ররা আরও অনেক সুবিধা পেয়ে থাকেন এই ধারার সুবিধা নিয়ে। তাই জম্মু-কাশ্মীরের এই ঘটনায় তারা যে সঙ্কিত তা অনুমান করা যায় কংগ্রেস মুখপাত্র লাল লিয়াংচুঙ্গার একটি মন্তব্যে, তিনি বলেন “৩৭১এ অনুচ্ছেদে হাত পড়লে রুখে দাঁড়াবেন মিজোরা। নিজেদের অধিকার রক্ষায় আমরা আত্মবলিদানেও প্রস্তুত”।
আমাদের দেশের মোট ১০ টি রাজ্য আছে যারা এই রকম অনেক সুবিধা পেয়ে থাকে সেই রাজ্য গুলি হল মহারাষ্ট্র, গুজরাট,, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর,অন্ধ্রপ্রদেশ, ও আসাম। সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ৩৭১ নম্বর অনুচ্ছেদে এই রাজ্য গুলি বিভিন্ন সুবিধা পাই। কেও জমির ওপরে বা খনিজ সম্পদের উপর আবার কেও চাকরির ক্ষেত্রে সুবিধা আবার কোন কোন রাজ্যের ভুমিপুত্ররা আরও অনেক সুবিধা পেয়ে থাকেন এই ধারার সুবিধা নিয়ে। তাই জম্মু-কাশ্মীরের এই ঘটনায় তারা যে সঙ্কিত তা অনুমান করা যায় কংগ্রেস মুখপাত্র লাল লিয়াংচুঙ্গার একটি মন্তব্যে, তিনি বলেন “৩৭১এ অনুচ্ছেদে হাত পড়লে রুখে দাঁড়াবেন মিজোরা। নিজেদের অধিকার রক্ষায় আমরা আত্মবলিদানেও প্রস্তুত”।
Loading...
No comments