Header Ads

বাংলার অধিনায়ক পদ থেকে সরানো হল মনোজকে।নতুন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।

নজরবন্দি ব্যুরোঃ বাংলার অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল মনোজ তিওয়ারিকে।তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন তরুণ অভিমন্যু ঈশ্বরণ।বাংলার অধিনায়কত্ব থেকে মনোজের সরে যাওয়া মোটামুটি অনিবার্য হয়ে পড়েছিল। বৃহস্পতিবার সিএবি বৈঠকে ঠিক হল মনোজের বদলে বাংলার অধিনায়ক হবেন অভিমন্যু। সিএবি যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলেন “প্রথমে আমরা ভেবেছিলাম মনোজকে ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে অধিনায়ক করব।
 রঞ্জিতে নতুন কাউকে অধিনায়ক করতে চাইছিল টিম ম্যানেজমেন্ট। ঠিক হয় অভিমন্যুকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু মনোজ নিজেই আমাদের বলে যে কোনও একজনকে অধিনায়ক করা হোক”। ২০১৫ সাল থেকে বাংলার অধিনায়ক ছিলেন মনোজ। অধিনায়ক হিসেবে না রাখলেও ব্যাটসম্যান মনোজ সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল সিএবি।অতএব, নিজের ব্যাটিংয়ের পাশাপাশি টিমের ব্যাটিং দেখভালের গুরুদায়িত্ব থাকবে মনোজের উপরে।
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.