রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনারা কবলে রূপা পুত্র আকাশ।
নজরবন্দি ব্যুরোঃ রাতের কলকাতায় রূপা পুত্র মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পরেন। গতকাল রাতে আকাশ মুখোপাধায় গাড়ি চালাছিলেন এবং সেই সময় দ্রুত গতিতে তার গাড়ি এক পাঁচিলে ধাক্কা মারে। গাড়ির গতি এত বেশি ছিল যে মুহূর্তে সেই পাচিল ভেঙে যায়। ঘটনা স্থল থেকে রুপা পুত্র আকাশ ও আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে ঐ গাড়ি টি সাংসদ অভিনেত্রী রুপা গাঙ্গুলির নামে। পরে আকাশের বাবা ঘটনাস্থলে আসেন। তিনি জানান ছেলে স্বাভাবিক ছিল। এবং তাঁর সব প্রশ্নেরই উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছে। স্থানীয়দের 'মদ্যপ' যুক্তিকে অতিরঞ্জিত বলে দাবি করেন তিনি।
জানা গিয়েছে ঐ গাড়ি টি সাংসদ অভিনেত্রী রুপা গাঙ্গুলির নামে। পরে আকাশের বাবা ঘটনাস্থলে আসেন। তিনি জানান ছেলে স্বাভাবিক ছিল। এবং তাঁর সব প্রশ্নেরই উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছে। স্থানীয়দের 'মদ্যপ' যুক্তিকে অতিরঞ্জিত বলে দাবি করেন তিনি।
Loading...
No comments