Header Ads

টেস্ট রাঙ্কিংএ নিজের ১ নম্বর জায়গা ধরে রাখলেন বিরাট।এই প্রথমবার প্রথম দশে বুমরাহ।

নজরবন্দি ব্যুরোঃ আই সি সি-র টেস্ট রাঙ্কিংএ নিজের ১ নম্বর জায়গা ধরে রাখলেন বিরাট। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বোলিংকরার ফলে জীবনে প্রথম বার ১০এর মধ্যে ঢুকে পরলেন বুমরাহ।৯১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট।
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যা্ঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরেই থেকে গেলেন স্মিথ।প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা। অ্যান্টিগায় রান না পেলেও চার নম্বর জায়গা ধরে রেখেছেন তিনি।
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.