Header Ads

ভুলের খেসারত দিলেন ক্ষমা চেয়ে।


নজরবন্দি ব্যুরোঃ চুক্তির নিয়ম ভাঙার অপরাধে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রোষের মুখে পড়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের টিম ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে তার কোন চুক্তি নেই। অথচ টিএনআর এর ম্যাচ চলাকালীন সেই দলের জার্সি গায়ে চাপিয়ে দীনেশ কার্তিক ড্রেসিংরুমে বসে ম্যাচ দেখেছিলেন।
এমন ছবি সামনে আসতেই নড়েচড়ে বসে বিসিসিআই। বোর্ডের' সেন্ট্রাল কনট্রাক্টের' নিয়ম অনুযায়ী  দীনেশ কার্তিক নিয়ম ভেঙেছেন। অনুমতি না নিয়ে দীনেশ কার্তিক এই কাজ করেছিলেন। ফলে ভারতীয় এই ক্রিকেটারকে শোকজ করে বোর্ড। সেন্ট্রাল কনট্রাক্ট বাতিল হয়ে যাওয়ার সম্বাবনা দানা বাঁধতে থাকে।
শেষমেশ নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় দীনেশ কার্তিক। এবং বলেন, কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধে তিনি পোর্ট অফ স্পেনে গিয়েছিলেন আর জার্সি পরে ম্যাচ দেখেছিলেন। এর জন্য তিনি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। ভারতীয় বোর্ডও দীনেশ কার্তিকের ক্ষমা আবেদনকে গ্রহণ করে নিয়েছে। বিসিসিআই জানিয়েছে বিষয়টির নিস্পত্তি ঘটেছে।            
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.