Header Ads

বৃষ্টির জন্য পণ্ড হতে বসেছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি- ২০।

নজরবন্দদি ব্যুরোঃ  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ দিয়ে ঘরোয়া সিজন শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ভেস্তেও যেতে পারে এই ম্যাচ। কারণ বৃষ্টি। গত ৩দিন ধরে বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশের এই ছোট্ট শৈলশহরে। ফলে বৃষ্টির জন্য ম্যাচ খেলানো সম্ভব নাও হতে পারে। এই ৩দিন পিচ রোদ পায়নি। এমনকী আউটফিল্ডেও কোনও কাজ করতে পারেননি মাঠকর্মীরা। ফলে পিচ কী অবস্থায় আছে তাও বোঝা মুশকিল। ধর্মশালায় ম্যাচ শুরুর আগেই তুমুল বৃষ্টি নামল।
 বৃষ্টিতে পিছিয়ে গেল টস টাইম। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০মিনিটে টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টিতে মাঠ ঢাকা থাকায় যথা সময়ে টসের জন্য মাঠে নামা সম্ভব হয়নি ম্যাচ অফিসিয়াল ও দুই ক্যাপ্টেনের। খেলা ৭টার সময় শুরু করার কথা থাকলেও তা এখনও হয়নি। বিকেল থেকেই ধর্মশালায় প্রচণ্ড বৃষ্টি। সবমিলিয়ে প্রথম ম্যাচই বাতিল হওয়ার আশঙ্কা আপাতত ধর্মশালায়।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.