Header Ads

“কাপুরুষ বাগদাদি কুকুরের মতো মরেছে” ঘোষণা ট্রম্পের।

নজরবন্দি ব্যুরোঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, “কাপুরুষ বাগদাদি কুকুরের মতো মরেছে”। শনিবার গভীর রাতে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডস ডেল্টা টিম ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের প্রধান নেতা আবু বকর আল বাগদাদির বিরুদ্ধে অভিযানে শামিল হয়েছিল। সিরিয়ার উত্তর পশ্চিমের ইদলিব প্রদেশের বারিশা এলাকায় বাগদাদির বিরুদ্ধে অভিযানে নেমেছিল মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণায় জানিয়েছেন, মার্কিন স্পেশাল ফোর্সের তাড়া খেয়ে আত্মঘাতী জ্যাকেট বোতাম টিমে নিজেকে উড়িয়ে দিয়েছে। অপরারেশনের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন,“মার্কিন বাহিনীর তাড়া খেয়ে চিৎকার করতে করতে একটা বন্ধ মুখ সুড়ঙ্গে দৌড়ে ঢুকে পড়েন বাগদাদি। ওই চত্বর ততক্ষণে ফাঁকা করে দিয়েছে আমাদের কপ্টারগুলো। সেখানকার একটি বাড়ি থেকে ১১ টি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে বাগদাদির তিন সন্তান তাঁর সঙ্গে ছিল। তারা এবং বাগদাদির দুই স্ত্রী মারা গিয়েছে। আমাদের কুকুরের তাড়া খেয়ে বাগদাদি সুড়ঙ্গের শেষ পর্যন্ত পৌছে গিয়েছিলেন। তারপরেই আত্মঘাতী জ্যাকেটের বোতাম টিপে নিজেকে উড়িয়ে দেন। বিস্ফোরণে চ্ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দেহ। তারও ১৫ মিনিট পর সেখানেই দেহাংশ পরীক্ষা করে নিশ্চিত করা হয়, ওটা বাগদাদির।” রুশ আকাশ সীমার কিছু অংশ ব্যবহারে করা হয়েছে বাগদাদির বিরুদ্ধে অভিযানে। এই অভিযানের সফলতার জন্য ট্রাম্প রুশ, তুরস্ক, সিরিয়া, ইরাক, সিরীয় কুর্দদের ধন্যবাদ জানিয়েছে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ বেশ কয়েক সপ্তাহ ধরে বারিশা এলাকার ওপরে নজরদারি চালু রেখেছিল। এই অভিযানে শামিল হয়েছিল কুর্দ সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিভ ফোর্সেস। ট্রাম্প জানিয়েছেন, দুই ঘন্টার অভিযানে মার্কিন বাহিনীর কোন ক্ষয়ক্ষতি হয়নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.