Header Ads

কলকাতাতেই বসতে চলেছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে ভারতের দল নির্বাচন।

নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ ২২ নভেম্বর। এর ঠিক একদিন আগে, অর্থাৎ ২১ নভেম্বর কলকাতায় বসতে চলেছে ভারতীয় দল নির্বাচনের বৈঠক। চলতি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসবে ৩ ম্যাচের টি ২০ এবং ওডিআই সিরিজ খেলার জন্য। প্রয়াত জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ফের ইডেন গার্ডেনের সিএবি অফিসে বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন। জগমোহন ডালমিয়া বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন সিএবি অফিসেই সম্পন্ন হতো। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হতেই কলকাতার সিএবি অফিসে ভারতীয় ক্রিকেট দল নির্বাচনের সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছে। ইতিমধ্যেই গোলাপি বলে টেস্ট ম্যাচের জন্য জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সহ অন্যান্য নির্বাচকেরা কলকাতায় এসে গিয়েছেন।
তাই অনেক বছর পর সিএবিতে বসতে চলেছে চাঁদের হাট। শুক্রবার থেকে হতে চলা ভারত বনাম বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচের একদিন আগে বসতে চলেছে নির্বাচক কমিটি দল নির্বাচন। সূত্র মারফৎ জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। রোহিত শর্মা আইপিএল ও বিশ্বকাপ নিয়ে টানা ক্রিকেট খেলে চলেছে। এই একই কারণে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রোটেশন পদ্ধতিতে এবার রোহিত শর্মাকে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। রোহিত নিজেও বিশ্রাম চেয়েছিলেন। রোহিতের বদলে টিমে আসতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। দুরন্ত ছন্দে রয়েছেন মায়াঙ্ক।
তাই হিটম্যান রোহিত শর্মার বদলি হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দেখা যেতে পারে। এদিকে সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ কামব্যাক অনিশ্চিত। চোট রয়েছে বুমরাহ। এই চোট সারতে সময় লাগবে। আর ভুবনেশ্বর কুমারকে ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টে পাশ করলেই ভুবি দলে জায়গা পাবেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর , চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.