Header Ads

জনপ্রিয় অভিনেত্রীর হঠাৎ মৃত্যুতে শকের ছায়া অভিনয় জগতে।

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় অভিনেত্রী জাগী জন এর মর্মান্তিক মৃত্যু। অভিনয় জগতে শোকের ছায়া। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী একজন জনপ্রিয় টিভি তারকা ছিলেন। জাগী জন শুধু অভিনেত্রী নয়, গায়িকা এবং যোগা ট্রেনা হিসাবেও তিনি পরিচিত ছিলেন। টিভি শো " জাগীস কুকবুক" থেকেই এই অভিনেত্রী জনপ্রিয় হয়ে ওঠে। জাগী জন কেরালের রাজধানী তিরুঅনন্তপুরমে তার বাড়িতেই থাকতেন। তার বাড়ির রান্নাঘড় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ এখনো জানা জায়নি। সোমবার সন্ধ্যাবেলায় অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার হয়।
 পুলিশ সূত্রের খবর, "অভিনেত্রীর মৃতদেহ থেকে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা যায়। সোমবার বিকেলে ৪টের সময় অভিনেত্রীর এক বন্ধু তার বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশ কে খবর দেয়ন। জন এর বন্ধু পুলিশকে জানায় তিনি অনেকবার জন কে ফোন করেছিলেন, কিন্তু জন ফোনের উত্তর না দেওয়ায় সে বাড়িতে আসেন। অভিনেত্রীকে তার রান্নাঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।" পুলিশ আরও জানায়, "অভিনেত্রীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের লোকেরাও তার এই মৃত্যুর নিয়ে কোন তথ্য দিতে পারেনি। আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে তার কোন শারীরিক সমস্যা ছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে কিছু বোঝা সম্ভব নয়। " জাগী জনের হঠাৎ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া তার পরিবারে এবং অভিনয় মহলে।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.