Header Ads

মুক্তি পেল ধর্মযুদ্ধের ট্রেলার

নজরবন্দি ব্যুরো :১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে এর দিন মুক্তি পেল রাজ চক্রবর্তীর নতুন ছবি 'ধর্মযুদ্ধ' র ট্রেলার। ধর্মযুদ্ধ ট্রেলরে দেখা গেল এই সময়ে দাঁড়িয়ে কিছু মৌলবাদী মানুষ হিংসায় মেতে উঠেছে। হিন্দু রা মুসলিমদের আর মুসলিমরা হিন্দুদের শেষ করে দিতে চায় ধর্মযুদ্ধের ট্রেলারে তাই ধরা পড়েছে। এই হিংসা ও রাগের মধ্যে একজন মানুষ শান্তির দূত হিসাবে ট্রেলারে ধরা পড়লেন 'আম্মি'। 'আম্মি' ধর্ম ভুলে গিয়ে সকল জাতীকে আশ্রয় দিয়েছেন।

 আম্মি সবাইকে জানিয়েছেন এই রকম যুদ্ধ চলতে থাকলে পৃথিবীতে আর মানুষের অস্তিত্ব থাকবে বা পৃথিবীতে থাকবে শুধু মন্দির আর মসজিদ। পরিণীতার সাফল্যের পর এখন দেখার বিষয় দর্শক কতটা গ্রহণ করবে কর্মযুদ্ধ কে।ধর্মযুদ্ধ এ শুভশ্রী ধরা পড়েছে একেবারে অন্য অবতারে। গ্রাম্য বধূ মুন্নির অবতারে ধরা পড়েছে শুভশ্রী। এই ছবিতে অন্যন্য চরিত্রে অভিনয় করছেন রাঘব এর চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী কে। জাফরের চরিত্রে , শবনম এর চরিত্রে পার্নো মিত্র। আর আম্মির চরিত্রে দেখা যাবে স্বাতীলেখা সেনগুপ্ত কে। এছাড়া শুভশ্রী অর্থাৎ মুন্নির স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে সপ্তর্ষি মৌলিককে। ধর্মযুদ্ধ এর কাহিনীকার পদ্মনাভ দাশগুপ্ত ও রাজ চক্রবর্তীর।ছবির চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে পুরুলিয়াতে। এবং ধর্মযুদ্ধ মুক্তি পাবে ২০ মার্চ।

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.