Header Ads

কোরিওগ্রাফার মেলভিনের থেকে সাবধান, সানাকে বার্তা বন্ধুদের

নজরবন্দি ব্যুরো :বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সারা খানের সাথে বিচ্ছেদ হয়েগেছে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার মেলভিন লুইসের। বিচ্ছেদের পরই একাধিক সানা একাধিক অভিযোগ আনেন মেলভিনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে মেলভিনের সমালোচনায় সানা মাঝে মধ্যেই পোস্ট শেয়ার করেন।

 এই পোস্ট শেয়ারেই সানা কে বার বার সাবধান করা হয় মেলভিন সম্পর্কে। এছাড়া সানা এটাও বলা হয়েছে যে সানার ভাগ্য ভালো যে তাঁর সাথে মেলভিনের বিচ্ছেদ হয়ে গেছে। এছাড়া অনেকে বলেছে মুম্বাইয়ের লোখন্ডওয়ালার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে মেলভিনকে। ওই সব মহিলাদের সাথে মেলভিনকে দেখা গেছে সিনেমা হলে আর শপিং মলে। শুধু এইটুকু নয় অনেকে বলেছেন ঈশ্বর রক্ষা করেছে সানাকে। সারা আর মেলভিন এর বিচ্ছেদে সানার ভক্তরা আর শুভকাঙ্খীরা বেশ খুশি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.