Header Ads

বহুতল আবাসনে বিধ্বংসী আগুন , মৃত্যু ৩ শিশু-সহ ৭ জন

নজরবন্দি ব্যুরোঃ বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকান্ডে চার শিশুসহ সাত জনের মৃত্যু। সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন চারজন।অতিরিক্ত পুলিশ সুপার সত্যেন্দ্র সিং তোমর জানিয়েছেন, গোয়ালিয়রের ইন্দের গঞ্জ এলাকায় রোশনি ঘর রোড বহুতলের একতলায় থাকা রং-এর দোকানে আগুন লেগে যায় সোমবার সকাল ১০ টা নাগাদ।
 দ্রুত সেই আগুন বহুতলের দুই তলায় ছেয়ে যায়।পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা আধিকারিক কৌশলেন্দ্র বিক্রম সিং ও এসপি নভনীত বাসিন। মৃতদের মধ্যে যাঁদের সনাক্ত করা গিয়েছে, তাঁরা হলেন- আরিয়ান (১০), শুবি (১৩), আরতি (৩৭), শকুন্তলা (৬০), আরাধ্যা (৪) ও প্রিয়াংকা (৩৫)। ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন হরিওম (৫০), সাকেত (৩৬) ও গৌরভী (৭)। এখনও পর্যন্ত এই ভয়াবহ আগুন কীভাবে লাগল তা পরিষ্কার নয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.