Header Ads

নিজের হাতের আঁকা ছবি বিক্রি করে অনুদান,অভিনেত্রী সোনাক্ষী সিনহার

নজরবন্দি ব্যুরোঃ করোন জন্য দেশজুড়ে লকডাউন।এই ললকডাউনের সব থেকে বিপদের মুখে পরেছেন দেশের দুস্থ মানুষেরা। তাদের সাহায্যে জন্য এগিয়ে এসেছেন বলিউডের একের পর এক তারকা।নিজের সাধ্যমত সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সেলেবরা।এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।কিন্তু সোনাক্ষী এবার তার নতুন কৌশলে অর্থ সংগ্রহ করছেন।সোনাক্ষী খুব ভালো ছবি আঁকেন। তা হয়তো অনেকেই জানেনা। কারণ নিজেরই ট্যাবলেট নিয়ে ট্যালেন্ট নিয়ে কোন দিনেই মুখ খোলেননি সোনাক্ষী।এবার করোনা মোকাবিলায় তার ট্যালেন্ট অনেক কাজে লাগলো।
 করোনায় দুঃস্থ মানুষদের অনুদানের জন্য টাকা জোগাড় করার জন্য তিনি বিক্রি করছেন আর হাতে আঁকা ক্যানভাস, গ্লাস পেইন্টিং।অর্জুন কাপুর এর বোন অনসূল কাপুরের রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নাম ফ্যানকাইন্ড অফিসিয়াল। সেই সংস্থার একাউন্টে টাকা পাঠিয়েছেন সোনাক্ষী।একটি ভিডিও র মাধ্যমে সোনাক্ষী জানান, এটি সঠিক সময় মানুষের পাশে দাঁড়ানোর।এই সময় যদি দুস্থ মানুষদের জন্য কিছু না করা হয় তাহলে কোনদিনই সম্ভব হবে না কিছু করার।সোনাক্ষীর এই উদ্যোগকে প্রশংসা করেছে নেটিজেনরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.