Header Ads

বই পাড়াকে একটু দেখুন, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন গিল্ডের

নজরবন্দি ব্যুরোঃ বহুদিন ধরে করোনার জন্য লকডাউন এর ফলে ক্ষতি হয়েছিল বই পাড়ার। তারপর আচমকাই আগমন সুপার সাইক্লোন আমফানের।সেই কারণে বিশাল ক্ষতির মুখে কলেজ স্ট্রিট এর বই ব্যবসায়ীরা। বই নষ্ট হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার।পাশাপাশি নষ্ট হয়েছে বৈঠকখানায় রোডের বাঁধাইয়ের দোকানে রাখা প্রিন্টের রোল সাদা কাগজ ও।জলে ভিজেছে ছাপা খানায় রাখা ফার্মা ও।সব মিলিয়ে বিরাট ক্ষতি হয়েছে বই পাড়ার।এই বই পাড়া কে কেন্দ্র করে প্রায় কয়েক মানুষের সংসার চলে।এরকম কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।বইপাড়া এরকম ভয়াবহ অবস্থা দেখে অনেক কর্মী শুক্রবার পৌঁছেছেন কলেজ স্ট্রিটে।
নষ্ট হয়েছে বহু বই ভেঙেছে অনেকের দোকান।তাদের সবার মুখে একটাই কথা, ভেবেছিলাম লকডাউন এর জন্য যা ক্ষতি হয়েছে ঠিক আছে লকডাউন উঠে গেলে আবার নতুন করে শুরু করব কিন্তু আমাদের জন্য পেটে লাঠি পড়ে গেল।গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন, অনেকের সাথে এই প্রসঙ্গ কথা হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন এবার ভবিষ্যৎ কি? কিন্তু তিনি হারেননি তিনি বলেছেন নতুন করে দাঁড়াতে হবে।এ বিষয়ে নানা আলোচনা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা বই পাড়াকে একটু দেখে।পাশাপাশি তিনি আরো বলেছেন বইপাড়ার যে ক্ষতি হয়েছে তা সকলেই দেখেছেন। বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে এই বইপাড়ার সাথে। এই বই আমাদের সংসার কিন্তু যা ঘটে গেছে তার থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সবাই মিলে আলোচনা করে আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.