Header Ads

ফোনে মমতার পাশে থাকার আশ্বাস দিলেন অমিত শাহ!

নজরবন্দি ব্যুরো: আগেই সতর্ক করেছিল কেন্দ্র। দ্রুত রাজ্যের দিকে ছুটে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আর মাত্র কয়েক ঘণ্টা পরই আছড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্ক করেছে মৌসম ভবন। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রবল ক্ষতি হতে পারে বলে আশঙ্কা।

এমন সময় মুখ্যমন্ত্রীকে পাশে থাকার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন তিনি। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারকে আশ্বাস দেন অমিত শাহ। বলেন, যে কোনও পরিস্থিতিতে পাশে থাকবে কেন্দ্র।

মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হতে পারে বাংলায়। বঙ্গোপসাগর-পৃষ্টে তৈরি এই ঘূর্ণিঝড়ের বেগ রয়েছে সর্বোচ্চ ২২০ থেকে ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যদিও স্থলভাগে এসে সেই বেগ কমে ১৬৫-১৭৫ থেকে ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। সুপার সাইক্লোন আমফান পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

১৪ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দিঘা-হাতিয়ার মধ্যে স্থলভাগের প্রবেশ করবে, মূলত সুন্দরবন এলাকায়।মঙ্গলবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার উপকূলের জেলাগুলিতে। দুপুরের পর থেকে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বিকেলে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.