Header Ads

জ্যোমেটোর পর এবার সুইগির কর্মীদের উপর কোপ, বরখাস্ত ১১০০ কর্মী

নজরবন্দি ব্যুরোঃ করোনা শুধুই জনজীবনকে স্তব্ধ করে দেয় নি লাখে লাখে মানুষের কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে। লকডাউন এরপর থেকেই বহু সেক্টরে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। কিছুদিন আগেই রাজ্যের নামকরা ক্যাব চালক সংস্থা কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। তার কয়েকদিন পর জোমাটো নামের ফুড ডেলিভারি সংস্থাও লকডাউনের দোহাই দিয়ে মাত্র কয়েক মিনিটের ভিডিও কলে কয়েক হাজার কর্মীকে বরখাস্তের খবর জানিয়ে দেয়। সেই কোপ কাটতে না কাটতে এবার ডেলিভারি সংস্থা সুইগিও কয়েক হাজার কর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত নিল। আর কয়েক দিনের মধ্যে তাঁদের বরখাস্ত করা হবে বলে সূত্রে খবর।
 জানা গিয়েছে সুইগি কোম্পানির তরফে মেইল করে জানানো হয়েছে খুবই দুঃসময় আসতে চলেছে সুইগির জন্য। যে হারে করোনার দাপট বেড়েছে তাতে এখনই লকডাউন ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই কর্মী ছাঁটাই করতেই হবে। এই নোটিশ দেয়ার পরই কর্তৃপক্ষ ১১০০ কর্মীর ছাঁটাইয়ের কথা ঘোষণা করে। তবে তাদের তিন মাসের বেতন দিয়েই কাজ থেকে বরখাস্ত করা হবে। ২০১৪ থেকে সুইগি দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের ব্যবসা শুরু করে। কয়েক বছরের মধ্যেই মেট্রপলিটন শহরগুলিতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সুইগি। বহু যুবক কাজ করেন এই সংস্থাটি। কিন্তু এবার করোনার প্রকোপে আর্থিক মন্দার মুখে পড়ে কয়েক হাজার কর্মচারীকে বরখাস্ত করছে সুইগি। দেশের এই বহু পরিস্থিতিতে কত মানুষযে কাজ হারাচ্ছেন তার কোন ইয়াত্তা নেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.