Breaking News

পচা মাছের উৎকন্ঠা এবার! কোচবিহারে মিললো ৬০ কেজি পচা মাছ।

নজরবন্দি ব্যুরোঃ ভাগাড়ের পচা মাংসের পর এবার উৎকন্ঠা সৃষ্টি করলো পচা মাছ। আজ ফের কোচবিহার থেকে উদ্ধার করা হল ৬০ কেজি পচা মাছ।
পচা মাংস নিয়ে চারদিক তোলপাড় হওয়ার পর বিভিন্ন বাজারে অভিযান চালাতে শুরু করেছে পৌরসভা গুলি। এরকমই এক অভিযান চালাতে গিয়ে ৬০ কেজি পচা মাছ উদ্ধার করে কোচবিহার পৌরসভা। আজ কোচবিহার পৌরসভার আধিকারিকরা ভবানীগঞ্জ বাজারে খোঁজ চালানোর সময় একটি দোকান থেকে পচা গন্ধ পান। তারপরেই ভেতরে পাওয়া যায় কাতলা, বোয়াল, চিংড়ি, আড় প্রভৃতি মাছ পচা।

দোকানের মালিকের খোঁজ মিলছে না। তবে অন্যান্য ব্যবসায়ীদের দাবি, ওই দোকানদান বেশ কিছুদিন অসুস্থ। সেই কারণেও মাছগুলি পচে গিয়ে থাকতে পারে।

No comments