Header Ads

খাদে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ৭।

নজরবন্দি ব্যুরোঃ খাদে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৭ জনের। আহত ৩০ এর বেশি।

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিরমৌ জেলায়। আজ সকালে মানভা থেকে সোলানপুর যাওয়ার পথে সানোরা নেরিপুল জাতীয় সড়কে সামনের চাকা পিছলে গিয়ে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার পরেই সেখানে পৌঁছয় উদ্ধারকারী বাহিনী। এখনো পর্যন্ত ৭ জন মৃত। আহত প্রায় ৩০। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.