Breaking News

এবার প্রযোজক প্রসেনজিৎ আনছেন ছ- টি নতুন ছবি!

নজরবন্দি ব্যুরোঃ এখন তিনি চুটিয়ে অভিনয় করে চলেছেন। প্রযোজক, পরিচালকরা এখন তাঁর ডেট পাবার জন্য বসে থাকেন তাঁর অফিসে। কবে তাঁর ডেট পাওয়া যাবে বলে।

তিনি বাংলার সুপারস্টার প্রসেনজির চট্টোপাধ্যায়। এখন তিনি ব্যস্ত 'কিশোর কুমার জুনিয়ার' ছবির শ্যুটিং নিয়ে। এই ব্যস্ততার মধ্যে তিনি বেশ কয়একটা ছবির প্রযোজনায় নামছেন। তাঁর প্রযোজনা সংস্থা “আইডিয়াজের” তরফে ঘোষিত হয়েছে এই ৬ টি ছবির নাম। সেগুলি হল নবাগত পরিচালক অভিষেক সাহার ছবি 'উড়নচণ্ডী', সৌমিক সেনের 'মহালয়া', সৌমিক সেনেরই আরেকটি ছবি 'কলকাতা কম্পানি' , এই ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসছে 'দাস দা' নামের একটি ছবি। আর থাকছে সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে আরেকটি নতুন ছবি, যার নাম প্রকাশ্যে আনা হয়নি।

No comments