Breaking News

নাটকের সমাপ্তি! আস্থা ভোটে জয় কুমারস্বামীর।

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকের রাজনৈতিক দড়িটানার অবসান হল। আস্থা ভোটে জয় পেয়ে নিজের জায়গা নিশ্চিত করলেন কুমারস্বামী।
আজ কর্ণাটকে আস্থা ভোট ছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হত কুমারস্বামীকে। প্রথম থেকেই আস্থা ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন কুমারস্বামী। কংগ্রেস এবং জেডিএস এর মিলিত সমর্থনে আস্থা ভোট উতরে যাওয়া সহজ বলে মনে করেন। দিনের শেষে তাঁর সেই আত্মবিশ্বাস তাঁকে জয়ী করলো। তবে খানিক অন্যভাবে। বিধানসভায় আস্থা ভোটে বিজেপি ওয়াক আউট করায় সহজেই আস্থা ভোটে জয় পানন এইচ ডি কুমারস্বামী।

No comments