Breaking News

হঠাৎ দেখা নিজের সাথে! পরক্ষনেই সেলফি-তে মগ্ন দুজনে!

নজরবন্দি ব্যুরোঃ হঠাৎ করেই কাজলের দেখা হয়ে গেল নিজের সাথে! পরক্ষনেই সেলফি-তে মগ্ন দুজনে! না কোন সিনেমার স্ক্রিপ্ট নয়। সিঙ্গাপুরের মাদাম তুঁষোর মিউজিয়ামে নতুন অতিথি কাজল। না আসলে কাজলের মোমের মূর্তি! শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের পর মাদাম তুঁষোর মিউজিয়ামে স্থান পেল কাজলের মোমের মূর্তি।


দেখুন কিছু ছবি


কাজল ছাড়াও প্রথম বারের জন্যে কোন পরিচালক স্থান পেয়েছেন মাদাম তুঁষোর মিউজিয়ামে, তিনি করন জোহর। কিছুদিনের মধ্যেই তার মূর্তিও শোভা পাবে।


আর আছেন বরুন ধাওয়ান। দেখুন ছবি
No comments