Breaking News

এবার মুসলিম নিকাহ হালাল এবং বহুবিবাহ বিরোধিতায় কেন্দ্রীয় সরকার।

নজরবন্দি ব্যুরো; তিন তালাক মামলায় ইতিমধ্যেই মুসলিম মহিলাদের পক্ষে সায় দিয়ে অবস্থান ঘোষনা করেছে সুপ্রিম কোর্ট। এবার নিকাহ হালালা এবং বহু বিবাহের ক্ষেত্রেও বিরোধিতার পথে যেতে চলেছে কেন্দ্রীয় সরকার।


মুসলিম মহিলাদের স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পর ওই পুরুষকে ফের নিকাহ করতে চাইলে তাকে আগে অন্য কোনো পুরুষের সাথে নিকাহ করতে হয়। তারপর সেই পুরুষ তাকে তালাক দিলে কিংবা তার মৃত্যু হলে তবেই মহিলা তার প্রথম স্বামীকে আবার নিকাহ করতে পারেন। এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অসংখ্য পিটিশন জমা পড়েছে।

 পিটিশনকারীদের সাথে যোগ দিয়েছেন ভারতীয় মহিলা মুসলিম আন্দোলন নামে একটি মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনও। জানা গেছে, এই মামলাতেও বিরোধী অবস্থান নিয়ে মুসলিম মহিলাদের পক্ষ নেবে কেন্দ্রীয় সরকার। আগামি দিনে নিকাহ হালালা এবং বহুবিবাহ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।


No comments