Breaking News

সন্ত্রাসে মদত দেয় পাকিস্তান, মিললো প্রমাণ। এফটিএফ-এর গ্রে লিস্টে নাম পাকিস্তানের।

নজরবন্দি ব্যুরোঃ সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ভাবেই মদত দেয় পাকিস্তান, প্রকাশ্যে এলো সেই তথ্য। সম্প্রতি এফটিএফ-এর গ্রে লিস্টে উঠে এলো পাকিস্তানের নাম।

প্যারিসে এফটিএফ অর্থাৎ ফিনানশিয়াল টাস্ক ফোর্স-এর বৈঠকে তথ্য মিলেছে, নাশকতামূলক কাজে ইন্ধন জোগায় পাকিস্তান। এফটিএফ-এর গ্রে লিস্টে নবম স্থানে রয়েছে পাকিস্তানের নাম। প্রসঙ্গত, সন্ত্রাসবাদে পাক মদতের বিষয়টি একাধিক বার নজরে আনার চেষ্টা করেছে ভারত। এবার এফটিএফ এর তথ্যেও মিললো সেই প্রমাণ। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্তাসবাদে পাক ইন্ধন রুখতে যাবতীয় সাহায্য করবে ভারত।

No comments