Breaking News

বিশ্ব জনসংখ্যা দিবসে মহিলাদের পরিবার পরিকল্পনার বার্তা দিলেন নাতালিয়া।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব জনসংখ্যা দিবসে দারিদ্র দূরীকরণ ও স্থায়ী উন্নয়নের পক্ষে বলতে গিয়ে মহিলাদের বিশেষ ভূমিকার ওপর জোর দিলেন রাস্ট্রসংঘের জনসংখ্যা তহবিলের এক্সিকিউটিভ ডিরেক্টর নাতালিয়া কানেম।
নাতালিয়া বলেন, মহিলারা পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দারিদ্র হ্রাস, আর্থিক উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
তবে তিনি এও স্বীকার করে নেন, উন্নয়নশীল দেশগুলিতে এখনো অসংখ্য মহিলা পরিবার পরকল্পনার কোনো সুযোগই পান না। তাদের কাছে খুব শিগগির সেই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। এই বিষয়ে সাহায্যের জন্য তিনি দেশ গুলির সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণকে আহ্বান জানান।

No comments